নবনির্বাচিত ইউপি সদস্যকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪০ এএম, ১১ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:৫৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
যশোরের অভয়নগরের সুন্দলী ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইউপি সদস্যের নাম উত্তম সরকার।
গতকাল সোমবার (১০ জানুয়ারি) সোয়া ৮টার দিকে ইউনিয়নের হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত উত্তম সরকার (৪০) হরিশপুর গ্রামের অশান্ত সরকারের ছেলে। তিনি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সুন্দলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
উত্তম সরকারের চাচা স্বপন কুমার সরকার বলেন, রাতে উত্তম সুন্দলী বাজার থেকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিল। পেছনে আরেকটি মোটরসাইকেলে তিন ব্যক্তি যাচ্ছিল। রাত সোয়া ৮টার দিকে উত্তম হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় পেছনে আসা মোটরসাইকেল আরোহীরা তার গতিরোধ করে। তারা সামনের দিক থেকে তার বুকের বামপাশে গুলি করে পালিয়ে যান।
উত্তম ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।