বগুড়া থেকে অপহৃত কিশোরীকে ঝিনাইদহ থেকে উদ্ধার, অপহরণকারী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫১ পিএম, ৯ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৬:৩৫ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ঝিনাইদহ শহরের পবহাটী গ্রামের ধোপাঘাটা ব্রীজ থেকে অপহৃত সাদিয়া আক্তার তাজমা (১৬) নামে এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহারণকারী আব্দুল হান্নান মিয়াকে র্যাব আটক করে।
হান্নান বগুড়ার শাহাজাদপুর উপজেলার পান্নাতপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। র্যাবের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বছরের ২৬ নভেম্বর লম্পট আব্দুল হান্নান ভিকটিমকে অপহরণ করে ঝিনাইদহে নিয়ে আসে।
অপহরণের আগে হান্নান ওই কিশোরীকে নানা ভাবে উত্যাক্ত করতো। তার প্রস্তাবে রাজি না হওয়ায় তাজমাকে অপহরণ করে ঝিনাইদহ শহরের ধোপাঘাটা ব্রীজ এলাকায় স্বামী স্ত্রী পরিচয়ে বসবাস করে আসছিল।
এ বিষয়ে বগুড়ার শিবগঞ্জ থানায় সাদিয়া আক্তার তাজমার পরিবার গতকাল শনিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন, যার মামলা নং-১২। র্যাব গোপন সুত্রে খবর পেয়ে ধোপাঘাটা এলাকা থেকে তাহমাকে উদ্ধারসহ অপহরণকারীকে আটক করে।
তাজমা শিবগঞ্জ উপজেলার চক গোপাল (হাতিবান্ধা) গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। সে মামা বাড়ি থেকে পড়ালেখা করতো। অপহরনকারী এবং ভিকটিমকে বগুড়া জেলার শিবগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।