কনডেম সেলে নূর হোসেনের হাতে মোবাইল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০২ পিএম, ৮ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৮:০০ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর কনডেম সেলে বন্দি নারায়ণগঞ্জে সাত খুনের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক কাউন্সিলর নূর হোসেনের হাতে মোবাইল ফোন পাওয়া গেছে। এ ঘটনার তদন্তে কমিটি করেছে কারা কর্তৃপক্ষ।
আজ শনিবার (৮ জানুয়ারি) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আব্দুল জলিল জানান, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, নূর হোসেনসহ তিনজন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পার্ট-২ এর কনডেম সেলে বন্দি রয়েছেন। কনডেম সেলে নূর হোসেন গোপনে মোবাইল ফোন ব্যবহার করছেন খবর পেয়ে ৫ই জানুয়ারি সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে একটি মিনি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
কারাগারের উপ-তত্ত্বাবধায়ক উম্মে সালমাকে প্রধান করে গঠিত এই কমিটিকে ১১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের সাবেক ওয়ার্ড কাউন্সিলর বহুল আলোচিত সাত খুনের মামলার ফাঁসির দণ্ড নিয়ে এখন কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে আরও মামলা বিচারাধীন।।