শেরপুরে ১২০০ বস্তা সরকারি সারসহ আটক ৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৬ পিএম, ৭ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ১২:১০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বগুড়ার শেরপুর উপজেলা থেকে ১ হাজার ২০০ বস্তা সরকারি ডিএপি সারসহ ছয়জনকে আটক করেছে র্যাব। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিশাপুর ইউনিয়নের (চৌমুহনী বাজার) বামিহাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আজ শুক্রবার দুপুরে র্যাবের নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানালেন, আটককৃতরাসহ মোট সাতজনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি মামলা করা হয়েছে।
যাদের নামে মামলা করা হয়েছে, তারা হলেন, বগুড়ার কাহালু উপজেলার গুরবিশা গ্রামের ট্রাকচালক মো. সবুর হোসেন (২৮), মো. রুহুল আমিন (৩০), বগুড়া সদরের মালতি নগরের মো. তানবির হোসেন (২৩), তাদের সহকারী মো. ইমরান হোসেন (২৩), মো. রাকিব হোসেন (১৯), মো. বিশু (২৩) ও তুলা মিয়া (৩৮)। তবে সাত নম্বর আসামি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
জানা যায়, আসামিরা নাটোর থেকে কয়েকটি ট্রাকে করে ডিএপির ১ হাজার ২০০ বস্তা সরকারি সার পাচার করে বগুড়ার দিকে নিয়ে যাচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের (চৌমুহনী বাজার) বামিহালি এলাকা থেকে র্যাব তাদেরকে আটক করে এবং এ সময় তিনটি ট্রাকভর্তি ১ হাজার ২০০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, গত বৃহস্পতিবার মধ্যরাতে শেরপুর থানায় এ বিষয়ে একটি মামলা হয়েছে। আসামিরা দীর্ঘদিন ধরে সার পাচারের সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শেরপুর থানায় সাতজনের নামে মামলা হয়েছে। আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।’