হবিগঞ্জে বৈদ্যুতিক খুঁটি থেকে ২ ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৯ পিএম, ৬ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:১৭ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক খুঁটিতে দুই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার শিবপাশা বাজারে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সকালে এক ব্যক্তি উপজেলার শিবপাশা বাজারে হাঁটাহাঁটির সময় বৈদ্যুতিক খুঁটির তারে দুই ব্যক্তির লাশ ঝুলতে দেখেন। পরে তিনি পুলিশে খবর দেন। পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ওসি মো. নুরুল ইসলাম। তিনি জানান, নিহত ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
তবে প্রাথমকিভাবে মনে হচ্ছে— বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমা চুরির জন্য ওই দুজন খুঁটিতে উঠেছিল। কিন্তু বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।