ভোট কেন্দ্রের পাশে থেকে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০১ পিএম, ৫ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:৪৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নোয়াখালীর সোনাইমুড়ীর উপজেলার ৩ নং চাষীরহাট ইউনিয়ন থেকে নির্বাচন চলাকালীন কেন্দ্রের পাশ থেকে দেশীয় তৈরী এলজিসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃত মো.রবিন (২৮) সোনাইমুড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বানুয়াই গ্রামের মোহাম্মদ হানিফের ছেলে।
আজ বুধবার (৫ জানুয়ারি) দুপুরে তাকে উপজেলা ৩ নং চাষীরহাট ১ নম্বর ওয়ার্ডের রথী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আজ পঞ্চম ধাপে সোনাইমুড়ী উপজেলার ৩ নং চাষীরহাট ১ নম্বর ওয়ার্ডের রথী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছিল। এ সময় ভোট কেন্দ্র সংলগ্ন দক্ষিণ পাশে মোটর সাইকেল আরোহী রবিনকে থামতে পুলিশ সংকেত দেয়।
মোটরসাইকেল আরোহী রবিন পালানোর চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাকে থামায়। এসময় তার দেহ তল্লাশি করে দেশীয় তৈরী একটি এলজিসহ আটক করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এক যুবককে অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন।