নওগাঁয় ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল আরোহীসহ নিহত- ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৪ পিএম, ৫ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:৩১ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
নওগাঁয় ধানবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ জন যুবক নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) দিনগত সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ জেলা সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহা-সড়কের বাবলাতলির মোড়ে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলে মহাদেবপুর থানার নওহাটামোড় (চৌমাশিয়া) বাজারের দিক থেকে মান্দা অভিমুখী ধানবোঝাই একটি ট্রাক ও নওগাঁ অভিমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এ সময় দুর্ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই যুবকের মধ্যে একজনের মৃত্যু হয় এবং অপর জনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি স্থানীয়রা।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলাম জুয়েল জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাস্থল থেকে এক জনের লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।
দুর্ঘটনাস্থলে নিহত যুবক মতিউর রহমান (১৮) ও হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণকারী যুবকের নাম নাইদুল ইসলাম (১৯) বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি বলেন, নিহতদের স্বজনদের সাথে যোগাযোগ করা হচ্ছে, স্বজনরা আসলে নিহতদের সঠিক নাম-পরিচয় বা ঠিকানা জানা যাবে। এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।