সিরাজগঞ্জে জমির অর্থ পাওনার দাবীতে প্রধানমন্ত্রীর নিকট জমির মালিকদের স্মারকলিপি প্রদান ও মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৪ পিএম, ৪ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:৩৭ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সিরাজগঞ্জে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের জমির প্রাপ্ত পাওনা টাকার দাবীতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান,মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষতিগ্রস্থ আটটি মৌজার জমির মালিকরা।
আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার চাঁন্দুআলী মোড়ে সিরাজগঞ্জে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের আওতাধীন পুঠিয়াবাড়ী, রায়পুর, বড়পিয়ারী, ছোটপিয়ারী, বেলুটিয়া, মোরগ্রাম ও বনবাড়ীয়া এই আট মৌজার এক হাজার ৮১ একর জমির মালিকরা সমবেত হয়ে মানবন্ধন করেন। পরে সেখান থেকে সহস্রাধিক ক্ষতিগ্রস্থ জমির মালিক নারী-পুরুষরা ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি ঢাকা রোড দিয়ে এসএস রোড হয়ে কালেক্টরেট ভবন চত্বরে যেয়ে শেষ হয়। সেখানে আটটি মৌজার স্বার্থরক্ষা সংরক্ষণ কমিটির সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আটটি মৌজার স্বার্থরক্ষা সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান মনি, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদিন তারা, বাসদ নেতা নব কুমার, সাবেক কাউন্সিলির আব্দুল আজিজ, স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আনিসুর রহমান ও রীতা বেগম । সমাবেশ পরিচালন করেন সাবেক পৌর কাউন্সিলির ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাশেম।
মানববন্ধন ও সমাবেশে বক্তাগণ বলেন, অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে একটি এলাকা তথা দেশের উন্নয়ন ঘটে। কিন্ত, সিরাজগঞ্জে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলে উন্নয়নের নামে সাধারণ জনগণের জমি অধিগ্রহণ করা হলেও এসব জমির কোন মূল্য জমির মালিকদের পরিশোধ করা হয়নাই। এতে করে সাধারণ জমির মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বারবার জমির মূল্য পরিশোধের দাবি করা হলেও কোন রকম ভ্রুক্ষেপ না করে জমিতে কাটা তারের বেড়া দেওয়া হচ্ছে ও জমি অধিগ্রহণের মাধ্যমে মালিকানা হারাচ্ছে। অনতিবিলম্বে আটটি মৌজার অধিগ্রহণকৃত জমির মূল্য জমির মালিকদের পরিশোধ করা না হলে জমিতে কোন কাজ করতে দেওয়া হবেনা বলে জানান।
বিক্ষোভ সমাবেশ শেষে আটটি মৌজার স্বার্থরক্ষা সংরক্ষণ কমিটির একটি প্রতিনিধি দল সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডক্টর ফারুক আহাম্মদের মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্বারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোবারক হোসেন।
উল্লেখ্য, ২০২১ সনের জানুয়ারী মাসের চার তারিখে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নিকট সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডক্টর ফারুক আহাম্মদ সিরাজগঞ্জ জেলার যমুনা নদী হতে পুনরুদ্ধারকৃত ভূমির উন্নয়ন এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের ভূমির মালিকানা ও পরিমান সংক্রান্ত সংশোধিত যে প্রস্তার প্রেরণ করেন তাতে জমির পরিমান ৯৯২.৬৩ একর যার প্রকৃত মূল্যের তিনগুন হিসেবে এক হাজার ২৬ কোটি টাকা। আটটি মৌজার জমির মালিকরা তাদের পাওনা টাকা পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছেন। এরই মধ্যেই পানি উন্নয়ন বোর্ড প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলে জায়গায় কাটাতারের বেড়া ও পুনরায় মাটি ভরাটের কাজ শুরু করলে জমির ক্ষতিগ্রস্থ মালিকরা আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং পাওনা টাকার জন্য প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
শান্তিপুর্ন এই কর্মসূচী পালনের পরও জমির পাওনা টাকা প্রদান করা না হলে আরও কঠোর কর্মসূচী পালনের হুশিয়ারী দেন আটটি মৌজার স্বার্থরক্ষা সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ।