আলফাডাঙ্গায় ১৪৪ ধারা ভঙ্গকরে টিনের ছাপড়া নির্মাণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৫ পিএম, ৪ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:৫৪ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৪৪ ধারা ভঙ্গকরে প্রতিপক্ষ কর্তৃক টিনের ছাপড়া নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার (৩ জানুয়ারি) এ ডি এম আদালত ফরিদপুর অতিরিক্ত জেলা-ম্যজিষ্ট্রেট ১৪৪ ধারার আদেশ দেন।
সে আদেশ অমান্যকরে গতকাল সোমবার (৩ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের জে এল নং ৬৪, কামারগ্রাম বিএস খতিয়ান নং ৫৪০ দাগ নং ৩৮৮/৩৮৯ জমির পরিমান ২৭ শতংশ। মোসাঃ জাহানারা বেগমদের ক্রয়কৃত এবং পৈতিক সূত্রে মালিকানা জমিতে একই গ্রামের ইস্রাফিল শেখের ছেলে বরকত শেখ তার ভাইদের নিয়ে বেআইনী ভাবে জোর পুর্বক একটি টিনের ছাপড়া ঘর রাতারাতি নির্মাণ করে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে বরকত শেখ বলেন উক্ত জমি আমাদের অভিযোগকারীর অভিযোগ সত্য নয়।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এ বিষযে আইনগত ব্যবস্থা নেয়া হবে।