দৌলতপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি পরিবারের বাড়ীঘর ভস্মিভূত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৭ পিএম, ২ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৩৪ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গোড়িপাড়া গ্রামে গত শুক্রবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সুজন, ভানু, ফরু, আশুরা, এনামুল সহ প্রায় ৯ টি পরিবারের বাড়ী ঘর আসবাবপত্র সহ সম্পূর্ন রুপে ভস্মিভূত হয়েছে।
এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে। বৈদ্যাতিক শর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে এলাকা বাসী জানিয়েছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সকলেই দরিদ্র। নয়টি পরিবারের ক্ষতিগ্রস্থরা সহয় সম্বল হারিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা সরকারী সাহায্য সহযোগীতা কামনা করেছেন।