দৌলতপুরে ফেন্সিডিল সহ বাংলাদেশী যুবককে ফেরত দিল বিএসএফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০১ পিএম, ২ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৩:১৪ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মুঞ্জিগজ্ঞ সিমান্তে বিজিবি’র অনুরোধে এক যুবককে ৭৭ বোতল ফেন্সিডিল সহ ফেরৎ দিয়েছে বিএসএফ।
এলাকা বাসী সূত্রে জানাগেছে পরিবারের দাবী বাংলাদেশী যুবক এলাকার মুঞ্জিগজ্ঞ গ্রামের গাদাম আলির ছেলে কমল আলি (২৫) ১৫৩/৯ এস পিলারের কাছে গতকাল ১ জানুয়ারী শনিবার সকালে ঘাস কাটতে গেলে ভারতের বিএসএফ তাকে আটক করে।
পরিবারের লোকজন বিষয়টি বিজিবিকে জানালে মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার মোঃ সাইফুল ইসলাম ভারতের বিএসএফ কে ফেরতের জন্য অনুরোধ করে পত্র প্রেরণ করলে, বিএসএফ তাকে পতাকা বৈঠকের মাধ্যমে রাত ৯ টার দিকে বিজিবি কে ফেরৎ দেয়।
বিএসএফ এর দাবী সে ৭৭ বোতল ফেন্সিডিল সহ ভারতীয় সিমান্তে ধরা পড়ে। এ দিকে পতাকা বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশ বিজিবি’র পক্ষে ৮ সদস্য বিশিষ্ট মহিষকুন্ডি কোম্পানী কোমান্ডার মোঃ সাইফুল ইসলাম ও ভারতের পক্ষে ১৪১ বিএসএফ’র ৮ সদস্য বিশিষ্ট এম.এস.ঢাকা মেঘনা কোম্পানী কমান্ডার।
যুবককে ফেরৎ পেয়ে ৭৭ বোতল ফেন্সিডিলসহ বিজিবি দৌলতপুর থানায় সৌর্পাদ্দ করে এবং মাদক আইনে মামলা করা হয়েছে।