জামালপুরে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪২ পিএম, ১ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ১০:৩৮ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
জামালপুরের মেলান্দহ উপজেলায় মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মেলান্দহ পৌরসভার গোবিন্দপুর উমির পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে তাদের লাশ পাওয়া যায়।
নিহতরা হলেন-জয়ফুল (৫০) ও তার মেয়ে স্বপ্না (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মৃত আকমল হোসেনের স্ত্রী জয়ফুল ও তার মেয়ে স্বপ্না দীর্ঘদিন ধরে মেলান্দহ হাইস্কুলের সামনে গোবিন্দপুর এলাকায় থাকতেন। শনিবার সারাদিন জয়ফুলের দুই ওমান প্রবাসী ছেলে ফোন দিয়ে তাদের মাকে না পেয়ে সন্ধ্যায় মামা মানিককে ওই বাড়িতে পাঠায়। মানিক ওই বাড়িতে পৌঁছে সামনের গেটে তালাবদ্ধ এবং বাড়ির পেছনের গেট দড়ি দিয়ে বাঁধা দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ঘরের ভেতর থেকে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। তবে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।