বগুড়ার শেরপুরে ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পরিচিতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০১ পিএম, ১ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০১:৩০ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বগুড়ার শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর উপজেলা শহর শাখার উদ্যোগে সাবেক সফল প্রধানমন্ত্রী, জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশ পাঠিয়ে সু-চিকিৎসার দাবিতে দোয়া মাহফিল ও উপজেলার ১০ টি ইউনিয়নের নবাগত ছাত্রদলের আহবায়ক কমিটির নেতাদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১ জানুয়ারি) সকাল ১১ টায় শহরের কলেজ রোডস্থ শহীদ গাজীউর রহমান স্মৃতি সংসদের কার্যালয়ে বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব শফিকুল আলম তোতা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান কে, এম মাহবুবার রহমান হারেজ, শেরপুর পৌর বিএনপি'র আহবায়ক যুগ্ন-আহবায়ক কাউন্সিলর ফিরোজ আহম্মেদ জুয়েল, বিএনপি নেতা হাসানুল মারুফ শিমুল, সাবেক যুবদল নেতা শফিকুল ইসলাম রিপন, আশেক মাহমুদ রোমান, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা এজিএস সেলিম, সাবেক ছাত্রদল নেতা আইয়ুব আলী মন্ডল, তরিকুল ইসলাম সম্রাট, তালাশ, উপজেলা ছাত্রদল নেতা রাফি আল আমিন, আসাদুজ্জামান পলাশ প্রমুখ।
বক্তারা বলেন, ৭৬ বছর বয়সী সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত এপ্রিলে তিনি করোনায় আক্রান্ত হন। করোনা থেকে সেরে উঠলেও নানা জটিলতায় তাঁকে দুই দফা হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়াও তিনি গুরুতর কার্ডিয়াক, চক্ষু ও দাঁতের জটিলতা এবং কিডনি সমস্যায় ভুগছেন। এমনকি তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও কমে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে ১১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন জমা দিলেও এখনও তার সু-চিকিৎসায় বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছেনা। দ্রুত সেই আবেদন মঞ্জুর করে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশ পাঠিয়ে সু-চিকিৎসার ব্যবস্থা করাতে এ উপজেলার ১০ টি ইউনিয়নের নবাগত ছাত্রদলের আহবায়ক কমিটির নেতারা হুঁশিয়ারী উচ্চারণ করে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশ পাঠিয়ে সু-চিকিৎসার ব্যবস্থার আন্দোলন এ উপজেলার মাটি থেকেই বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।