ফরিদপুরে বাসের চাপায় নিহত- ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫২ পিএম, ১ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৭:২৬ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
ফরিদপুরের নগরকান্দায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাতক্ষীরার শ্যামনগরের সাবিত হোসেন (১৭) ও নড়াইলের লোহাগড়ার সৌরভ হোসেন (১৬)।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ বলেন, খুলনা থেকে ঢাকাগামী হামীম পরিবহনের যাত্রীবাহী একটি বাস ফরিদপুরের ভাঙ্গা থেকে সাতক্ষীরাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী সাবিত ঘটনাস্থলে মারা যান এবং সৌরভকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।