‘পুষ্পা, পুষ্পারাজ, আপুন লিখেগা নেহি সালা”
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:১১ পিএম, ৪ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ০৯:১৫ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
‘পুষ্পা রাজ, আপুন ঝুকেগা নেহি সালা’, অল্লু অর্জুনের মুখে এই সংলাপ যেন বিভিন্ন মহলে এক সাড়া ফেলে দিয়েছে পুরো ভারত জুড়ে। এখনও পুষ্পা জ্বর কাটে নি অনেকেরই। এখনও এই সংলাপ নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিও চোখে পড়ে। কিন্তু তাই বলে মাধ্যমিকের উত্তরপত্রতেও পুষ্পা রাজ? এটা কেমন কথা?
এবছরের মাধ্যমিকের উত্তরপত্রের মূল্যায়ন করতে গিয়ে বিভিন্ন অদ্ভুত পরিস্থিতির মুখে পড়ছেন পরীক্ষকরা। কেউ কেউ সাদা খাতাই জমা দেয়। এরই মধ্যে একজন লিখে এসেছে পুষ্পারাজের নাম। উত্তরপত্রে সে পরিষ্কার লিখে দিয়েছে যে সেই কিছুই লিখতে চায় না। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে খবর ২৪x৭ এই ছবির সত্যতা যাচাই করতে পারেনি।
মাধ্যমিকের উত্তরপত্রে কোনো উত্তরই লেখেনি এই পরীক্ষার্থী। এই কারণে ‘পুষ্পা’ ছবির অল্লু অর্জুনের সংলাপই লিখে দিয়েছে। সে লিখেছে, ‘পুষ্পা, পুষ্পারাজ, আপুন লিখেগা নেহি সালা”। এই কীর্তি দেখে আপাতদৃষ্টিতে হাসি পেলেও, এর নেপথ্যে যে করুণ সত্যি রয়েছে, তা বেশ হতাশাজনক।
করোনা কাল কাটিয়ে দু’বছর পর এবছর মাধ্যমিক পরীক্ষা হয়েছে। কীভাবে পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে গাইডলাইন দিয়েছিল বোর্ড।
সূত্রে জানা যায়, উত্তরপত্রের মূল্যায়নে গাফিলতি হলে সংশ্লিষ্ট শিক্ষককে সমস্যায় পড়তে হবে। ইতিমধ্যেই ২৮শে এপ্রিলের মধ্যে উত্তরপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
ধারণা করা হচ্ছে, হয়তো মে মাসের মধ্যেই মাধ্যমিকের ফলাফল প্রকাশ হবে। এই পরিস্থিতিতে বেশ জোরকদমে খাতা দেখা চলছে। আর সেই খাতা দেখতে গিয়েই নানান অদ্ভুত সব অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন পরীক্ষকরা।
পরীক্ষকরা এমন অনেক খাতাই পেয়েছে, যাতে কিছুই লেখা নেই, পুরোই সাদা। কেউ কেউ আবার প্রশ্নপত্রই টুকে দিয়েছে খাতায়। দু’বছর ধরে করোনা পরিস্থিতির কারণে বন্ধ ছিল স্কুল। অনলাইনে পড়াশোনা চালু থাকলেও, পড়াশোনা থেকে বিমুখ হয়েছে অনেক শিক্ষার্থী।
সুত্র, খবর ২৪x৭(ভারতীয় গণমাধ্যম)