ইরানের প্রেসিডেন্টের ক্ষমতা পেলেন পেজেশকিয়ান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১০ পিএম, ২৯ জুলাই,সোমবার,২০২৪ | আপডেট: ০৪:৫৮ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (মাঝে) দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে (ডানে) একটি প্রেসিডেন্সিয়াল ডিক্রি প্রদান করছেন।
ইরানের সংস্কারপন্থী নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের ক্ষমতা পেয়েছেন। রোববার (২৮ জুলাই) দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আনুষ্ঠানিকভাবে তাকে ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিয়েছেন।
খামেনির কার্যালয়ের পরিচালক সর্বোচ্চ নেতার বরাত দিয়ে এক বিবৃতিতে বলেছেন, ‘আমি জ্ঞানী, সৎ, জনপ্রিয় ও পণ্ডিত পেজেশকিয়ানের পক্ষে ভোট সমর্থন করি। আমি তাকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিচ্ছি।’
মঙ্গলবার (৩০ জুলাই) পার্লামেন্টে শপথ নেবেন পেজেশকিয়ান।
চলতি মাসের শুরুর দিকে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে সাঈদ জালিলিকে পরাজিত করে জয়ী হন তিনি। এ নির্বাচনটি ২০২৫ সালে হওয়ার কথা ছিল। কিন্তু হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হলে নির্বাচন এগিয়ে আনা হয়।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় কোনও প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট অর্জন করতে পারেন নি। পেজেশকিয়ান ১৬ মিরিয়নের বেশি ভোট পেযেছিলেন। অন্যদিকে জালিলি প্রায় ১৩ মিলিয়ন ভোট পেয়েছিলেন