হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে ১ মিনিটের ভিডিও স্ট্যাটাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩০ পিএম, ২৪ মার্চ,রবিবার,২০২৪ | আপডেট: ১০:৫৯ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপে এতদিন শর্ট ভিডিও স্ট্যাটাস হিসেবে শেয়ার দেওয়া যেত। এখন থেকে দীর্ঘ ভিডিও শেয়ার করা যাবে। নতুন এক আপডেটে এই ফিচার এসেছে।
হোয়াটসঅ্যাপ ট্রেকার হোয়াটসঅ্যাপ বেটা ইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেটের জন্য একটি দুর্দান্ত ফিচার নিয়ে হাজির হয়েছে। এই নতুন ফিচারে ব্যবহারকারীরা স্ট্যাটাস আপডেটে এক মিনিটের ভিডিও শেয়ার করতে পারবেন। এখনও পর্যন্ত, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে মাত্র ৩০ সেকেন্ডের ভিডিও পোস্ট করা যেত। তবে এই নতুন ফিচারটিতে স্ট্যাটাসের সময়সীমা বাড়ানো হয়েছে।
হোয়াটসঅ্যাপ একের পর এক নতুন ফিচার নিয়ে কাজ করছে। ডিপি স্ক্রিনশট ব্লক থেকে শুরু করে অবতার ফিচার আরও কত কী। এবার আবার হোয়াটসঅ্যাপ সম্প্রতি অনেক নতুন ফিচার নিয়ে এসেছে। কোম্পানি স্ট্যাটাস আপডেটের জন্য একটি দুর্দান্ত ফিচার নিয়ে হাজির হয়েছে। এই নতুন ফিচারে ব্যবহারকারীরা স্ট্যাটাস আপডেটে এক মিনিটের ভিডিও শেয়ার করতে পারবেন।
এখনও পর্যন্ত, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে মাত্র ৩০ সেকেন্ডের ভিডিয়ো পোস্ট করা যেত। তবে এই নতুন ফিচারটিতে স্ট্যাটাসের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন এই ফিচারের তথ্য দিয়েছে হোয়াটসঅ্যাপ বেটা ইনফো। শুধু তাই নয়, নতুন ফিচারের একটি স্ক্রিনশটও শেয়ার করেছে হোয়াটসঅ্যাপের হাড়ির খবর প্রচারকারী ব্লগটি।
কারা ব্যবহার করতে পারবেন?
আপাতত এই নতুন ফিচারটি কোম্পানি বিটা ব্যবহারকারীদের জন্য রোল আউট করছে। বিটা ব্যবহারকারীরা অ্যানড্রয়েড ২.২৪.৭.৬-এর জন্য হোয়াটসঅ্যাপ বিটাতে এই আপডেটটি পরীক্ষা করতে পারবেন। অর্থাৎ আপনি যদি বিটা ব্যবহারকারী হন, তাহলে এবার থেকে এক মিনিটের ভিডিও স্ট্যাটাসে দিতে পারবেন। কোম্পানির মতে, বিটা টেস্টিং শেষ হলেই এই নতুন ফিচারটি বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।