কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গান তৈরি ও সম্পাদনার নমুনা দেখাল অ্যাডোবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৭ পিএম, ১৩ মার্চ,
বুধবার,২০২৪ | আপডেট: ০৮:৪৩ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে গান তৈরি ও সম্পাদনার নমুনা দেখিয়েছে অ্যাডোবি ইনকরপোরেটেড। গত বুধবার যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে অনুষ্ঠিত হট পড সামিটে প্রজেক্ট মিউজিক জেন এআই কন্ট্রোল নামের টুল প্রদর্শন করে প্রতিষ্ঠানটি। এ টুলের সাহায্যে লিখিত বর্ণনা থেকে গান তৈরি এবং অন্য কোনো সফটওয়্যারে না ঢুকেই অডিও সম্পাদনা করা যাবে।
লিখিত বর্ণনা অনুযায়ী টুলটি গানের নির্দিষ্ট ধরন যেমন ‘হ্যাপি ড্যান্স’, ‘স্যাড জ্যাজ’ অনুসরণ করে গান তৈরি করতে পারবে। গান তৈরির টুলটিতে যুক্ত এডিটিং কন্ট্রোলের সাহায্যে গানের অডিওটি নিজের মতো করে সম্পাদনা করতে পারবেন ব্যবহারকারী। এডিটিং কন্ট্রোলের সাহায্যে গানের প্যাটার্ন, টেম্পো, ইনটেনসিটি ও কাঠামোয় সামঞ্জস্য আনা যাবে। এমনকি এ টুলের সাহায্যে অডিও ক্লিপের দৈর্ঘ্যও বাড়ানো যাবে। মিউজিক রিমিক্সও করা যাবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহযোগিতায় টুলটি তৈরি করা হচ্ছে। গবেষণা পর্যায়ে থাকা টুলটি পরবর্তী সময়ে সবার জন্য উন্মুক্ত করা হবে। এমনকি টুলটির কোনো ইউজার ইন্টারফেস এখনো তৈরি হয়নি।
এদিকে চলতি বছর গান তৈরির জন্য মিউজিক এফএক্স নামের এআই প্রযুক্তির নতুন একটি জেনারেটিভ এআই (জেনএআই) টুল এনেছে গুগল। এর আগে গত বছর মিউজিক এলএম নামের একটি গান তৈরির টুল আনে গুগল। নতুন এআই টুল মিউজিক এফএক্স গত বছরের মিউজিক এলএমের হালনাগাদ সংস্করণ। গুগল বলছে, মিউজিক এফএক্স ৭০ সেকেন্ড পর্যন্ত দৈর্ঘ্যের গান তৈরি করতে সক্ষম। পাশাপাশি বর্ণনা থেকে এ টুলের সাহায্যে দ্রুত গান তৈরি করা যায় এবং উন্নত মানও পাওয়া যায়। এ ছাড়া ‘ড্রিম ট্র্যাক’ নামের একটি টুল চালুর ঘোষণা দেয় ইউটিউব। টুলটির সাহায্যে গানের কথা, ধরন ও শিল্পীর নাম উল্লেখ করলেই স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট শিল্পীর কণ্ঠে গানটি শোনা যাবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নির্বাচিত ১০০ নির্মাতা পরীক্ষামূলকভাবে টুলটি ব্যবহার করার সুযোগ পাচ্ছেন।