বুয়েটে রোবো কার্নিভাল ১২-১৩ জানুয়ারি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:২৫ পিএম, ৪ জানুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০৫:৩৫ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চতুর্থ রোবো কার্নিভাল’। বুয়েট রোবোটিকস সোসাইটি আয়োজিত এ কার্নিভাল অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৩ জানুয়ারি। ২০১৬ সালে বুয়েটে এ স্মার্ট উদ্ভাবনী প্রযুক্তির কার্নিভালের আয়োজন শুরু হয়। এরপর ২০১৭ ও ২০১৯ সালেও এই আয়োজন হয়েছিল।
কোভিড-১৯ মহামারির কারণে ২০২০, ২০২১ ও ২০২২ সালে এই কার্নিভালের আয়োজন স্থগিত ছিল। তিন বছর বিরতির পর আবারও বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোবো কার্নিভাল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘বিল্ড রোবট ফর স্মার্ট বাংলাদেশ’। এই প্রতিপাদ্য সামনে রেখে স্মার্ট বাংলাদেশ ২০৪১ বাস্তবায়নে ছাত্রসমাজের ভূমিকাকে প্রাধান্য দিয়ে এবারের রোবো কার্নিভালের সেগমেন্টগুলো আগের আয়োজন থেকে ভিন্ন রাখা হয়েছে।
স্মার্ট বাংলাদেশ ২০৪১ বাস্তবায়নের জন্য ৫টি ভিত্তি প্রস্তাব করা হয়েছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ। রোবো কার্নিভালে মোট পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে ট্র্যাশ কনট্রোলার রোবট, ফায়ার ফাইটার রোবট, রোবোটিকস অলিম্পিয়াড, প্রোজেক্ট শোকেসিং ও ওয়ার্কশপ অন রোবোটিকস সলিউশন সফটওয়্যার।
আয়োজকরা আরও জানিয়েছেন, রোবো কার্নিভালে অংশ নিতে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ও আয়োজন সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://fb.me/e/2lpL1315p (Event Link) এই ঠিকানায়। রেজিস্ট্রেশন এর শেষ সময় আগামী বৃহস্পতিবার (৫ জানুয়ারি)।
দিন দিন রোবোটিকসে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। সেটা একেবারে ছোটবেলা থেকেই অনেকে রোবোটিকস নিয়ে কাজ করার আগ্রহ দেখাচ্ছেন। ফলে এমন আয়োজন তাদের আরও উৎসাহিত করবে বলে জানান বুয়েট রোবোটিকস ক্লাবের সভাপতি সিরাতুল মোস্তাকিম ইফতি।
ইফতি এবারের কার্নিভাল সম্পর্কে জানান, দেশে যেসব বিশ্ববিদ্যালয় রোবোটিকস নিয়ে কাজ করে, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরই মধ্যে ২০টি বিশ্ববিদ্যালয় ও কলেজকে রোবো কার্নিভালে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি। এর বাইরে দেশের নামকরা আরও বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ অংশ নেবে। তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে তরুণরা রোবোটিকস প্রযুক্তির নতুন উদ্ভাবনে কী ধরনের কাজ করছে, তা দেখা যাবে। এ ছাড়া রোবোটিকস প্রযুক্তির দুনিয়ায় সবশেষ উদ্ভাবন কার্নিভালে প্রদর্শন করা হবে।
ইফতি আরও জানান, এবারের রোবো কার্নিভালে স্কুল ও কলেজ শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে থাকছে রোবোটিকস অলিম্পিয়াড। পাশাপাশি অন্য বিভাগগুলোতেও তারা অংশ নিতে পারবেন।
এ ছাড়া এবারের রোবো কার্নিভাল বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের দুই লাখ টাকার বেশি প্রাইজমানি দেওয়া হবে। এর আগের তিনবারের মতো এবারও আয়োজন আরও আকর্ষণীয় হবে বলে প্রত্যাশা করছেন তিনি।