১০০ মাইল গতিতে চলবে সৌরবিদ্যুতে চলা এই গাড়ি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:১০ এএম, ১১ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৮:১১ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
সৌরবিদ্যুতে চলা গাড়ি বাজারে আনছে নেদারল্যান্ডসের লাইটইয়ার। এরই মধ্যে ফিনল্যান্ডে লাইটইয়ার জিরো মডেলের গাড়ির উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি। সৌরবিদ্যুতে চলা গাড়ি তৈরির জন্য গত ছয় বছর ধরেই কাজ করছিল লাইটইয়ার। সৌরবিদ্যুতে চললেও সর্বোচ্চ ১০০ মাইল গতিতে পথ চলতে পারে এ গাড়ি। ফলে তেলের দাম যতই বেশি হোক না কেন, বিনা মূল্যেই পথ চলা যাবে। এটিকে সৌরবিদ্যুতে চলা বিশ্বের প্রথম স্বয়ংসম্পূর্ণ গাড়ি হিসেবে দাবি করছে লাইটইয়ার।
লাইটইয়ার জিরো মডেলটি দেখতে সেডান গাড়ির মত হলেও পুরো ছাদ এবং সামনের বনেটের ওপর সোলার প্যানেল বসানো হয়েছে। ফলে গাড়ি সূর্যের আলোতে আসলেই সৌরবিদ্যুৎ তৈরি হতে থাকে। ব্যাটারি একবার চার্জ হলে টানা ৩৮৮ মাইল পথ চলতে পারে গাড়িটি। ফলে মেঘাচ্ছন দিন বা রাতেও স্বচ্ছন্দে পথ চলা যায়।
লাইটইয়ার জানিয়েছে, প্রাথমিকভাবে সপ্তাহে একটি গাড়ি তৈরি করা হলেও আগামী বছরের শুরুতে উৎপাদন কার্যক্রম বৃদ্ধি করা হবে। গাড়িটির দাম কত হবে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।