চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি হিসেবে রকেট পাঠাচ্ছে নাসা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:০৩ এএম, ২৫ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:৫৭ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
আগামী সোমবার চাঁদের উদ্দেশ্যে নতুন একটি রকেট পাঠাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই বিশাল রকেটটি এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং আগামী সোমবারই তা উৎক্ষেপণ করা হচ্ছে।
এই রকেট ওরাইঅন নামের একটি ক্যাপসুল বহন করবে, যা চাঁদের চারপাশে পরিভ্রমণ করবে। এই যাত্রায় কোন মানুষ থাকবে না। তবে সবকিছু ঠিক থাকলে পরবর্তী মিশনগুলোতে মহাকাশচারিরা যোগ দেবেন।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এই এসএলএসটি উৎক্ষেপণ করা হবে। স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে আটটার দিকে যাত্রা শুরু করবে রকেটটি। প্রায় দুই ঘণ্টা লাগবে বায়ুমন্ডল ত্যাগ করতে। চাঁদে মানুষ সর্বশেষ বারের মতো পা রাখে অ্যাপোলো-১৭ রকেটে চড়ে। আগামী ডিসেম্বর মাসে ঐ ঘটনার ৫০ বছর উৎযাপন করা হবে। তাই নাসার জন্য এই যান উৎক্ষেপণ একটি বড় ঘটনা হতে যাচ্ছে।
নাসা প্রতিশ্রুতি দিয়েছে যে তারা তাদের নতুন প্রযুক্তি ‘আর্টেমিস প্রোগ্রাম’ নিয়ে ফিরে আসছে যার প্রযুক্তি আধুনিক যুগকে সমৃদ্ধশালী করবে।
এই চন্দ্রাভিযানকে নাসা মঙ্গল গ্রহে যাওয়ার একটা প্রস্তুতি হিসেবে দেখছে। তারা আশা করছে, ২০৩০ সাল নাগাদ বা তার পরপরই তারা মহাকাশচারীদের মঙ্গল গ্রহে পাঠাবে। ২০২৪ সালে চাঁদে মানুষ পাঠানো হবে। ওই প্রোগ্রামের নাম দেয়া হয়েছে আর্টেমিস-২। আর আর্টেমিস-৩ ২০২৫ সালের পর চাঁদে যাবে। এসব মহাকাশ যাত্রার জন্য নাসা এখনো কোন মহাকাশচারীর নাম ঘোষণা করেনি।