টুইটার কিনছেন না ইলন মাস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:১৭ এএম, ৯ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৪:৪৮ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
টেসলা ও স্পেসএক্স সিইও ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন।
ইলন মাস্ক জানিয়েছেন, তিনি টুইটারের সঙ্গে ৪৪ বিলিয়ন ডলারের চুক্তিটি স্বাক্ষর করছেন না। তার অভিযোগ এ সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিটি ভুয়া অ্যাকাউন্টের ব্যাপারে তথ্য জানাতে ব্যর্থ হয়েছে।
এক প্রতিবেদনে বিবিসি ও রয়টার্স একথা জানায়।
এদিকে ইলন মাস্কের এমন সিদ্ধান্তের বিষয়ে আইনী পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করছে টুইটার।
গত মে মাসে টুইটার কেনার চুক্তি সাময়িকভাবে স্থগিত করেন ইলন মাস্ক। তখন তিনি ঘোষণা দেন, টুইটারে ফেইক অ্যাকাউন্টের সংখ্যা 'পাঁচ শতাংশের নিচে' কিনা এটা জানার অপেক্ষায় আছেন। ৪৪ বিলিয়ন ডলারের চুক্তিটি বাতিলের পরই টুইটারের শেয়ারের ৭ শতাংশ পতন ঘটেছে। এর আগে মাস্ক এপ্রিলে প্রতি শেয়ারের দাম ৫৪ দশমিক ২০ ডলার বলেছিলেন।
চুক্তিটি শেষমেষ বাতিলই হয় তবে টুইটারকে ইলন মাস্ককে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হতে পারে। এর আগে ৬ জুন টুইটার কর্তৃপক্ষের কাছে পাঠানো এক চিঠিতে চুক্তি বাতিলের হুমকি দেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক।
আইনজীবীদের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে বলা হয়, টুইটার কর্তৃপক্ষ তাদের দেয়া প্রতিশ্রুতি (তথ্য সরবরাহের) রাখেনি, যা নিয়মভঙ্গের শামিল। তাই যেকোনো মুহূর্তে এ চুক্তি থেকে সরে আসার অধিকার রাখেন ইলন মাস্ক।