শেরপুরের সাতটি গ্রামে ঈদের নামাজ আদায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪০ পিএম, ২ মে,সোমবার,২০২২ | আপডেট: ১২:৩৭ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
শেরপুরের সাতটি গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।
আজ সোমবার সকাল ৭টা থেকে ১০টার মধ্যে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
প্রত্যেকটি জামাতে দুই থেকে তিন শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। এসব জামাতে পুরুষদের পাশাপাশি নারী মুসল্লিরাও পর্দার ভেতরে নামাজে অংশ নেন।
ঈদ উদযাপন করা গ্রামগুলো হলো-শেরপুর সদর উপজেলার উত্তর ও দক্ষিণ চরখার চর, বামনেরচর, গাজীরখামার গিদ্দাপাড়া, নকলা উপজেলার চরকৈয়া ,ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল ও নালিতাবাড়ি উপজেলার নন্নী অঞ্চল। দেশে ঈদের নামাজের আগের দিনই মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদ উৎসব পালন করে আসছেন এসম গ্রামের মানুষ।
এদিকে, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনি পাড়ায় আফগানিস্তানের সাথে মিল রেখে রবিবার ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।