পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নে ঈদুল ফিতর উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৭ পিএম, ১ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৮:২৪ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর গ্রামে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন মুসলমানরা।
আজ রবিবার বদরপুর দরগাহ শরীফ জামে মসজিদে সকাল ১০টায় ঈদুল ফিতর প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শফিকুল ইসলাম আব্দুল গনি।
বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শফিকুল ইসলাম আব্দুল গনি জানান, আফগানিস্তান, বুলগেরিয়া ও নাইজেরিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কারণে বিশ্বের অন্য দেশের মুসলমানদের সঙ্গে একই দিনে আমরা রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করে থাকি। প্রায় ৮২ বছর ধরে তা চলে আসছে। নামাজ শেষে তারা একে অপরের সাথে কোলাকোলি করেন। এরা সকলে বদরপুর দরবার শরীফ, চট্টগ্রামের সাতকানিয়া ও এলাহাবাদ পীরের অনুসারী।
বদরপুর দরবার শরীফের পরিচালক মো. নাজমুস সাহাদাত জানান, আফগানিস্তান ও নাইজেরিয়ায় ঈদের চাঁদ দেখা গেছে। তাই আমরা ঈদুল ফিতর পালন করছি। বদরপুর দরবার শরীফে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। চাঁদ দেখা গেলেই আমরা প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আযহা’র নামাজ আদায় করি এবং ঈদ উদযাপন করি। চাঁদের সাথে ঈদের সম্পর্ক তাই আজ ঈদ।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আফগানিস্তানে ও মালিতে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আফগানিস্তানের গণমাধ্যম ‘পাজক আফগান নিউজ’ ও সেনেগালের সংবাদ মাধ্যম ‘ডাকারাক্টু’ এর প্রতিবেদনে চাঁদ দেখা যাওয়ার সংবাদ প্রকাশ করা হয়েছে।