রাফায় ইয়াবনা ক্যাম্পে ইসরায়েলি হামলায় ৩ শিশুসহ নিহত ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৪ পিএম, ২২ মে,
বুধবার,২০২৪ | আপডেট: ০৮:১৬ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ফিলিস্তিনের রাফা শহরের মধ্যাঞ্চলে ইয়াবনা শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় তিন শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে।
মঙ্গলবার (২১ মে) এক প্রতিবেদনে এই খবর জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মধ্য রাফার ইয়াবনা শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন বেসামরিক ব্যক্তি নিহত এবং অন্যান্য আহত হয়েছে।
নিহতদের মধ্যে অন্তত তিনজন শিশু বলেও খবর পাওয়া গেছে।
মিশরের সীমান্তে গাজার দক্ষিণের শহর রাফায় গত ৭ মে থেকে ইসরায়েলি সৈন্যরা অগ্রসর হয়েছে এবং সেখানে তীব্র বিমান হামলা চালাচ্ছে। ইতোমধ্যেই বাস্তুচ্যুত হওয়া কয়েক লাখ ফিলিস্তিনি বাঁচার জন্য অন্য এলাকায় আশ্রয় নিয়েছে।
এর আগে, রাফায় একটি আবাসিক বাড়িতে হামলার ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন।
গত শনিবার (১৮ মে) এক বিবৃতিতে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানায়, রাফা থেকে অন্তত আট লাখ ফিলিস্তিনি জীবন বাঁচাতে পালিয়ে গেছেন, উদ্বাস্তু হয়েছেন।