পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী হলেন নওয়াজ শরিফের জামাতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৫ পিএম, ২৯ এপ্রিল,সোমবার,২০২৪ | আপডেট: ১১:৪৩ এএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
উপপ্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে পাকিস্তান সরকার। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামাতা ইসহাক দারকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৮ এপ্রিল) তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী হিসেবে ইসহাক দারকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী অবিলম্বে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপপ্রধানমন্ত্রী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দারকে নিয়োগ দিয়েছেন।’
পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, উপপ্রধানমন্ত্রী নিয়োগ পেলেও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের কাজ চালিয়ে যাবেন ইসহাক দার।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইসহাক দার পাকিস্তানের ক্ষমতাসীন শরিফ পরিবারের আত্মীয়। বর্তমানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে অংশ নিতে তিনি প্রধানমন্ত্রী শহবাজ শরিফের সঙ্গে সৌদি আরবে অবস্থান করছেন।
জানা গেছে, ইসহাক দারের সঙ্গে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বড়ভাই সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামাতা।