ইসরায়েলি বিমান হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৬ এএম, ২৯ এপ্রিল,সোমবার,২০২৪ | আপডেট: ০২:০৫ পিএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলায় অন্তত ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অনেকে।
সোমবার (২৯ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেডিকেল সূত্র ১৩ জন নিহতের খবর জানালেও ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা নিহতের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, রাফাহতে তিনটি বসতবাড়িতে ইসরায়েল হামলা চালিয়েছে। এতে ১৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে হামাস নিয়ন্ত্রিত মিডিয়া জানিয়েছে, হামলায় ১৫ জন নিহত হয়েছেন।
রাফাহ ছাড়াও গাজায় দুটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলের অভ্যন্তরে হামলা করে। এতে ১ হাজার ২০০ এর বেশি নিহত হয়। হামাস যোদ্ধারা কয়েকশ ইসরায়েলিকে ধরে নিয়ে যায়। এরপর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় নৃশংস আক্রমণ শুরু করে। সর্বাত্মক সামরিক অভিযানে তেলআবিব কোনো মানবিক নিয়ম মানছে না।
নির্বিচারে নারী ও শিশুসহ বেসামরিক ফিলিস্তিনি নিহত হচ্ছে। এ পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৭৭ হাজারের অধিক। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা রাফাহসহ আশপাশের কয়েকটি শহরে আশ্রয় নিয়েছে। এখন সেখান থেকে শরণার্থীদের সরিয়ে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।
তারা বলছে, সাধারণ মানুষের আশ্রয়স্থলের আড়ালে হামাস যোদ্ধারা রাফায় সংঘবদ্ধ হয়েছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এমন পরিস্থিতিতে রাফায় হামলা না করতে বিভিন্ন দেশ ও সংস্থা ইসরায়েলকে অনুরোধ করছে।