ইরানের পর সিরিয়া ও ইরাকেও বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৫ পিএম, ১৯ এপ্রিল,শুক্রবার,২০২৪ | আপডেট: ০৯:২১ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ইরানি দূতাবাসে হামলার পর ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এর জেরে আজ শুক্রবার ভোরে ফের ইরানে হামলা চালিয়েছে তেল আবিব।
এবিসি নিউজসহ কয়েকটি মার্কিন গণমাধ্যম জানিয়েছে ইরানের ইসফাহান প্রদেশের বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, বেশ কয়েকটি প্রদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে ইরান। দেশটির মহাকাশ সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন ‘বেশ কিছু ছোট ড্রোন’ ভূপতিত করা হয়েছে। তেহরান ও ইসফাহানসহ বেশ কিছু শহরে বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে।
এদিকে ইরানের পাশাপাশি সিরিয়া ও ইরাকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, সিরিয়ার সামরিক স্থাপনায় একের পর এক বিস্ফোরণ হয়েছে। দেশটির আদ্রা এবং আল-থালা সামরিক বিমানবন্দর এবং দক্ষিণ সিরিয়ার আদ্রা শহর ও কারফা গ্রামের মধ্যে অবস্থিত একটি রাডার ব্যাটালিয়নে হামলা হয়েছে।
বিস্ফোরণের খবর পাওয়া গেছে ইরাক থেকেও। দেশটির বাবেল শহরের আল-ইমাম এলাকায় বিস্ফোরণের খবর জানিয়েছে আল জাজিরা।