আগুনে পুড়ে গেল ডেনমার্কের ‘৪শ বছরের ঐতিহ্য’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৪ পিএম, ১৭ এপ্রিল,
বুধবার,২০২৪ | আপডেট: ০৬:১৫ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনটি আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর বিবিসির।
স্টক এক্সচেঞ্জ ভবনটি কোপেনহেগেনের সবচেয়ে পুরোনো ভবনগুলোর একটি। আগুনে ভবনটির আইকনিক চূড়া ধসে পড়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ডেনমার্কের সংষ্কৃতিমন্ত্রী জ্যাকব এঞ্জেল-স্কিমিদ গণমাধ্যমকে বলেছেন, ড্যানিশ সংস্কৃতির ৪শ’ বছরের ঐতিহ্য আগুনে পুড়ে গেল।
ভবনের চূড়া দেখতে চারটি ড্রাগনের প্যাচানো লেজের মতো। সেটির মেরামতির কাজ চলার সময় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
এই ভবনটিতে এখন আর ড্যানিশ স্টক এক্সচেঞ্জ নেই। তবে ড্যানিশ চেম্বার অব কমার্সের সদর দপ্তর হিসেবে ভবনটি ব্যবহার হয়ে আসছে। কিভাবে আগুনের সূত্রপাত হয় তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চেম্বার অব কমার্স বলেছে, আমরা এক ভয়ানক দৃশ্যের সাক্ষী হয়েছি। শেয়ার বাজার আগুনে জ্বলছে।
ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাট ফ্রেডেরিকসনও বলেছেন, ভয়াবহ দৃশ্য। ড্যানিশ ইতিহাসের একটি খণ্ড আগুনে জ্বলে যাচ্ছে।
দেশটির দমকল বিভাগের প্রধান বলেছেন, ভবনটির পুরোনো তামার ছাদের নিচে উদ্ধারকাজ চালানো কর্মীদের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
পুলিশ জানিয়েছে, আগুনের কারণে ভবনটির কাছের অর্থ মন্ত্রণালয় থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে।