হাইকোর্টের ১৭ বিচারককে ‘বিষ মেশানো’ চিঠি, পাকিস্তানে তোলপাড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩১ পিএম, ৬ এপ্রিল,শনিবার,২০২৪ | আপডেট: ১০:৪২ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
লাহোর হাইকোর্টের ১৭ জন বিচারককে ‘বিষ মেশানো’ চিঠি দেয়া হয়েছে বলে তোলপাড় চলছে পাকিস্তানে। এ রহস্যের কিনারা খোঁজার প্রত্যয় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এর নেপথ্যে কে বা কারা আছে, তা শনাক্ত করতে ডাকা হতে পারে পুলিশের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টকে। এ খবর দিয়েছে অনলাইন ডন। রাওয়ালপিন্ডির জেনারেল পোস্ট অফিসে এসব চিঠি শনাক্ত করেছেন তদন্তকারীরা। কিন্তু ওই ডাক অফিসে কোনো সিসিটিভি না থাকায়, কারা এসব পাঠিয়েছে বা রেখে গেছে, তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না। কোর্টের স্টাফরা ওই চিঠি খোলার পর তার ভিতর গুঁড়া গুঁড়া পাউডার শনাক্ত করতে পেরেছেন। ধারণা করা হচ্ছে এনভেলপের ভিতর সন্দেহজনক অ্যানথ্রাক্স পাউডার আছে। এটি একটি ক্ষতিকর পদার্থ। ত্বকের সংস্পর্শে এলে তা থেকে সংক্রমণ হতে পারে।
লাহোর হাইকোর্টের ১৭ জন বিচারককে ‘বিষ মেশানো’ চিঠি দেয়া হয়েছে বলে তোলপাড় চলছে পাকিস্তানে। এ রহস্যের কিনারা খোঁজার প্রত্যয় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এর নেপথ্যে কে বা কারা আছে, তা শনাক্ত করতে ডাকা হতে পারে পুলিশের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টকে। এ খবর দিয়েছে অনলাইন ডন। রাওয়ালপিন্ডির জেনারেল পোস্ট অফিসে এসব চিঠি শনাক্ত করেছেন তদন্তকারীরা। কিন্তু ওই ডাক অফিসে কোনো সিসিটিভি না থাকায়, কারা এসব পাঠিয়েছে বা রেখে গেছে, তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না। কোর্টের স্টাফরা ওই চিঠি খোলার পর তার ভিতর গুঁড়া গুঁড়া পাউডার শনাক্ত করতে পেরেছেন। ধারণা করা হচ্ছে এনভেলপের ভিতর সন্দেহজনক অ্যানথ্রাক্স পাউডার আছে। এটি একটি ক্ষতিকর পদার্থ। ত্বকের সংস্পর্শে এলে তা থেকে সংক্রমণ হতে পারে।