ইউক্রেনকে এক লাখ ৮০ হাজার কামানের গোলা দেবে জার্মানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৯ পিএম, ৩ এপ্রিল,
বুধবার,২০২৪ | আপডেট: ০২:০৫ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ইউক্রেনকে এক লাখ ৮০ হাজার কামানের গোলা দেবে জার্মানি। কিয়েভে অস্ত্র দিয়ে সহযোগিতা করতে চেক প্রজাতন্ত্রের উদ্যোগের আওতায় এই অস্ত্র দেবে বার্লিন। এই পরিকল্পনার আওতায় জার্মানি ইউক্রেনকে ৫৭ কোটি ৬০ লাখ ইউরো মূল্যের সহায়তা প্রদান করবে। মঙ্গলবার (২ এপ্রিল) এই তথ্য জানিয়েছে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলার দুই বছরেরও বেশি সময় পার হয়েছে। এসময় কামানের গোলার সংকট নিয়ে চাপের মধ্যে রয়েছে দেশটি। যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগের এক হাজার কিলোমিটার বরাবর নিজেদের অবস্থান ধরে রাখতে ব্যাপকভাবে কামানের গোলা ব্যবহার করতে হচ্ছে ইউক্রেনীয় সেনাদের। ফলে ক্রমাগতই তা কমছে।
গত মাসে, জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ইউক্রেনের জন্য ৪৭ কোটি ৮০ লাখ ইউরো সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিলেন। তবে ওই সহায়তা প্যাকেজে চেক প্রজাতন্ত্রের উদ্যোগের আওতায় অস্ত্র সরবরাহ অর্ন্তভূক্ত ছিল না।
মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ‘উভয় সহায়তার মোট মূল্য এক বিলিয়ন ইউরোর বেশি।’
তিনি বলেছেন, ‘চেক রিপাবলিকের এমন উদ্যোগে সাড়া দিয়েছে আরও কিছু দেশ। তারা ইউক্রেনের অস্ত্রের ইউরোপের বাইরে থেকেই আরও কয়েক হাজার কামানের গোলা সংগ্রহ করবে।’
মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের ৪০ শতাংশেরও বেশি অবদান হবে জার্মানির।