প্রথমবারের মতো মাইকে আজান ইতালিতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৭ পিএম, ২৮ মার্চ,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০১:৫৬ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
প্রথমবারের মতো মসজিদে মাইকে আজান দেয়ার অনুমতি দিয়েছে ইতালি সরকার। মঙ্গলবার (২৬ মার্চ) দেশটির পালেরমো শহরের একটি মসজিদের মাইকে উচ্চস্বরে আজান দেয়া হয়।
২২ লাখেরও বেশি মুসলমান বসবাস করেন ইতালিতে। স্থায়ী-অস্থায়ী সব মিলে দেশটিতে মসজিদ রয়েছে কয়েকশো। কিন্তু, মসজিদ থাকলেও এতদিন মাইকে উচ্চস্বরে আজান দেয়া আইনত নিষেধ ছিল। তবে এবার প্রথমবারের মতো ইতালির মসজিদে উচ্চস্বরে আজান দেয়ার অনুমতি মিলেছে। পবিত্র রমজান মাসে সিসিলির পালেরমো শহরের একটি মসজিদে আজান দেয়ার অনুমতি দেয়া হয়। এতে সন্তোষ প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত মুসলমানরা।
২৬ মার্চ যখন মসজিদে উচ্চস্বরে মুয়াজ্জিন আজান দেন, সেসময় পালেরমো শহরের মেয়রসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। মসজিদে আজান দেয়ার অনুমতি এমন সময়ে এলো, যখন দেশটির বিভিন্ন শহরে স্থানীয় মেয়ররা বহু মসজিদ বন্ধ করে দিয়েছেন। যদিও জানা গেছে, দেশটির মনফালকনে বন্ধ করে দেয়া দুটি মসজিদ আবারও খুলে দেয়ার আদেশ দিয়েছেন ইতালির সুপ্রিম কোর্ট।