ইসরায়েলের বিরুদ্ধে দ্রুত অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৭ এএম, ২৮ মার্চ,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৪:৩৩ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
জাতিসংঘের একজন বিশেষজ্ঞ বলেছেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে তিনি মনে করেন। এ জন্য জাতিসংঘের সদস্যদেশগুলোকে দ্রুত ইসরায়েলের ওপর অস্ত্র ও অন্যান্য নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনে তিনি এসব কথা বলেন।
জাতিসংঘের মানবাধিকার কমিশনে ‘দ্য অ্যানাটমি অব আ জেনোসাইড’ নামের একটি প্রতিবেদন তুলে ধরেন অধিকৃত অঞ্চলগুলোতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ র্যাপোটিয়ার ফ্রান্সেসকা আলবানিজ। তিনি বলেন, ‘মানবতার সবচেয়ে খারাপ অবস্থার বিষয়ে প্রতিবেদন তৈরি করা এবং প্রাপ্ত ফলাফলগুলো উপস্থাপন করা আমার দায়িত্ব। গাজায় একটি গোষ্ঠী হিসেবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অপরাধের সীমা পূরণ করা হয়েছে বলে আমি দেখতে পেয়েছি।’
ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে আলবানিজ বলেন, ‘আমি সদস্যদেশগুলোকে বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানাচ্ছি। এটি শুরু হবে ইসরায়েলের ওপর অস্ত্র ও অন্য নিষেধাজ্ঞা জারির মাধ্যমে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে ভবিষ্যতে না ঘটে, তাই এটা করা প্রয়োজন।’
এদিকে ফ্রান্সেসকার প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। তবে সমর্থন করেছে কাতার, আলজেরিয়া, মৌরিতানিয়ার মতো দেশ।
একই সঙ্গে গাজায় দ্রুত মানবিক সহায়তা ঢুকতে দেওয়ার জন্য ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। মঙ্গলবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক আন্তর্জাতিক সংগঠনগুলোকে দ্রুত গাজায় ত্রাণসহায়তা দেওয়ার আহ্বান জানান। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, বেসামরিক ফিলিস্তিনিদের রক্ষা করা নৈতিক ও কৌশলগত দিক থেকে জরুরি।
ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গত সোমবার একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। এর পর থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।
কিছুদিন ধরে গাজার রাফায় হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইসরায়েল। তবে এতে আপত্তি জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে ওয়াশিংটন সফর করার কথা ছিল ইসরায়েলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের। তবে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে যুক্তরাষ্ট্রের বিরত থাকার পর এ সফর বাতিল করেছেন নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রাফা সিটিতে ইসরায়েল হামলা করলে তা পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলে মন্তব্য করেন।
নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে গাজার শাসকগোষ্ঠী হামাসের কাছে থাকা জিম্মিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে এতে।
যুদ্ধবিরতির প্রস্তাব পাস হওয়া সত্ত্বেও গাজায় হামলা থেকে সরে আসেনি ইসরায়েল। গতকাল বুধবার গাজা ও রাফা সিটিতে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনারা ৭৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছেন। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় নিহত হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৪৯০। এ ছাড়া আহত হয়েছেন ৭৪ হাজার ৮৮৯ জন।