রাশিয়ায় হামলাকারীদের ছবি প্রকাশ করল আইএস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৫ পিএম, ২৪ মার্চ,রবিবার,২০২৪ | আপডেট: ০২:১৮ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে ভয়াবহ হামলার দায় স্বীকারের পর এবার হামলাকারীদের ছবি প্রকাশ করেছে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। একই সঙ্গে জানিয়েছে হামলার কারণ ও নতুন কিছু তথ্য।
আইএস দ্বারা পরিচালিত সংবাদমাধ্যম ‘আমাক’-এ প্রথম হামলাকারীদের ছবি ও বিবৃতি প্রকাশ করা হয়। এরপর বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে প্রকাশ করে আইএস। খবর সিএনএন
আইএসের বিবৃতিতে বলা হয়, শুক্রবারের ওই হামলায় চারজন অংশ নিয়েছিলেন। তাঁদের মুখোশ পরা ছবি প্রকাশ করেছে সংগঠনটি। বিবৃতিতে আরও বলা হয়েছে, তাদের ‘যোদ্ধাদের অনেকগুলো মেশিনগান, একটি পিস্তল, ছুরি ও বোমা’ ছিল।
তবে আইএসের প্রকাশিত ছবিতে হামলাকারীদের মধ্যে কেউই শনাক্তযোগ্য নয়। তাদের সকলেরই মুখ ঝাপসা করে দেয়া।
আমাক–এ প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইসলামিক স্টেট ও (ইসলামবিরোধী) দেশগুলোর মধ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে এ হামলা চালানো হয়েছে। তবে মস্কোর হামলায় সন্ত্রাসী সংগঠনটির কোন শাখা জড়িত ছিল, তা আমাক বা টেলিগ্রামে খোলাসা করা হয়নি।
হামলার বিশদ বিবরণ দিয়ে আইএস বলেছে যে, চারজন হামলাকারীর মধ্যে তিনজন অনুষ্ঠানে ভিড়ের উপর বন্দুক এবং ছুরি নিয়ে আক্রমণ করেছিল এবং চতুর্থজন বিস্ফোরণ ঘটিয়েছিল। সন্ত্রাসী সংগঠনটি জানিয়েছে যে হামলার আগে অনুষ্ঠানস্থলে নিবিড় নজরদারি ছিল হামলাকারীদের।
আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নিজেই হামলাটিকে "বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর" হিসাবে বর্ণনা করেছে।
গত শুক্রবার সন্ধ্যায় মস্কোর উত্তরে ক্রাসনোগোর্স্ক অঞ্চলে ক্রোকাস সিটি হলে শত শত মানুষের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ১৩০ জনের মরদেহ উদ্ধার হয়েছে।