কিয়েভে রাশিয়ার একাধিক হামলা, বিভিন্ন স্থানে বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২১ পিএম, ২৪ মার্চ,রবিবার,২০২৪ | আপডেট: ০৯:৩৮ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে করে বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাশিয়া বিমান হামলায় পুরো দেশজুড়ে সতর্কতা জারি করেছে ইউক্রেন।
এদিকে পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের লভিভ অঞ্চলেও রাশিয়া হামলা চালিয়েছে এবং রাশিয়ার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার হামলা প্রতিহত করতে নিয়োজিত ছিল।
টেলিগ্রামে এক বিবৃতিতে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেন, ‘রাজধানী ও এর আশেপাশে প্রায় এক ডজন রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। তবে হামলার ফলে কোন হতাহতের বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি
অন্যদিকে লভিভের মেয়র অ্যান্ড্রি সাদোভিই টেলিগ্রামে জানিয়েছেন যে, লভিভ অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ছোড়া রাশিয়ার প্রায় ২০টি ক্ষেপণাস্ত্র এবং সাতটি আক্রমণকারী ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে শহরের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
এর আগে ইউক্রেনে দেশব্যাপী রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছিল। তবে রোববারের হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মস্কো।