ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪১ পিএম, ১৬ মার্চ,শনিবার,২০২৪ | আপডেট: ০৪:৩৭ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
দক্ষিণ ইউক্রেনের ওডেসা শহরে রাশিয়ান বাহিনীর জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২০ জন নিহত ও ৭৫ জনেরও বেশি আহত হয়েছে। এই হামলার মধ্য দিয়ে রাশিয়া পূর্ণমাত্রায় ইউক্রেন দখলের জন্য আগ্রাসন চালাচ্ছে।
শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রথম রাশিয়ান ক্ষেপণাস্ত্রটি বাড়িঘর ও বেসামরিক অবকাঠামোতে আঘাত করেছিলো। হামলার পর উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে গেলে একই জায়গায় আরেকটি ক্ষেপণাস্ত্র আঘাত করে। এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলাকে সামরিক পরিভাষায় ‘ডবল ট্যাপ হামলা’ বলা হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার নিন্দা করে বলেছেন, রাশিয়াকে আমরা এর ন্যায্য জবাব দেবো।
এদিন আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার ইউক্রেনের জাতীয় টেলিভিশনে জানান, ক্রিমিয়া থেকে দুটি ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র ওডেসা শহরের লক্ষ্য করে ছোঁড়া হয়েছে। হামলার ফলে বেসামরিক অবকাঠামো, গাড়ি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্র আঘাতে নিহতদের মধ্যে একজন চিকিৎসক ও একজন উদ্ধারকারীও ছিলেন।
রাষ্ট্রপতি জেলেনস্কি এই মাসের শুরুতে গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের সঙ্গে দেখা করার পর থেকে ওডেসায় রুশ হামলা শুরু হয়।
ওডেসা কৃষ্ণ সাগরের একটি খুবই গুরুত্বপূর্ণ বন্দর। এই বন্দর থেকে ইউক্রেনের অধিকাংশ খাদ্যশস্য অন্য দেশে পাঠানো হয়। দেশটির নৌবাহিনীর সবচেয়ে বড় ঘাঁটির অবস্থানও ওডেসায়। এই শহর দখল করতে পারলে ইউক্রেনের নৌবাহিনী বড় ভাবে ক্ষতিগ্রস্ত হবে।
যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, শুক্রবার সকাল থেকে রাশিয়াজুড়ে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। এই নির্বাচনে ভ্লাদিমির পুতিনের জয় নিশ্চিত হয়ে আছে। ভোট শুরুর কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় বেলা ১১ টার দিকে প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে ওডেসায়।