কানাডা ফিলিস্তিনের জাতিসংঘের শরণার্থী সংস্থাকে আবারও তহবিল দেওয়া শুরু করবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৫ পিএম, ৯ মার্চ,শনিবার,২০২৪ | আপডেট: ০৫:২৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ফিলিস্তিনে জাতিসংঘ পরিচালিত শরণার্থী সংস্থাকে (ইউএনআরডব্লিউএ) আবারও তহবিল দেওয়া শুরু করবে কানাডা। কানাডার আন্তর্জাতিক ত্রাণবিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন গতকাল শুক্রবার এ ঘোষণা দিয়েছেন। সংস্থাটিতে তহবিল বন্ধ করার পর আবারও তা চালু করতে যাওয়া প্রথম আন্তর্জাতিক দাতা দেশগুলোর একটি কানাডা।
গত অক্টোবর মাসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সদস্যরা ইসরায়েলে হামলা চালান। ইসরায়েলের হিসাব অনুসারে, ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয়েছেন। দেশটির অভিযোগ, জাতিসংঘে ফিলিস্তিনের ত্রাণবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর কয়েকজন কর্মীও ওই হামলার সঙ্গে জড়িত।
ইসরায়েলের ওই অভিযোগের পর গত ২৬ জানুয়ারি থেকে সংস্থাটিতে সহায়তা দেওয়া স্থগিত করে কানাডা।
এক বিবৃতিতে কানাডার আন্তর্জাতিক ত্রাণবিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন বলেন, ইউএনআরডব্লিউএকে তহবিল দেওয়ার ব্যাপারে সাময়িক যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, তা কানাডা প্রত্যাহার করবে। তবে কবে থেকে এ কার্যক্রম শুরু হবে, তা নিয়ে সুনির্দিষ্ট করে তিনি কিছু বলেননি।
বিবৃতিতে বলা হয়, ‘গাজা উপত্যকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইউএনআরডব্লিউএ।’
ইউএনআরডব্লিউএ-এর ১২ জন কর্মী এ হামলার ঘটনায় জড়িত বলে ইসরায়েল যে অভিযোগ করেছে, তা নিয়ে জাতিসংঘ অভ্যন্তরীণ একটি তদন্ত করেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত বৃহস্পতিবার বলেন, জাতিসংঘের অভ্যন্তরীণ তদন্তের ফল কী হয়, তার জন্য অপেক্ষা করছে কানাডা।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ মোট ১৬টি দাতা দেশ ইউএনআরডব্লিউএকে তহবিল দেওয়া স্থগিত করেছে।
হুসেন বলেন, জাতিসংঘের তদন্ত-সংক্রান্ত অন্তর্বর্তীকালীন প্রতিবেদনটি পর্যালোচনা করেছে কানাডা। এখন চূড়ান্ত প্রতিবেদনটি পর্যালোচনা করা হবে।