পাকিস্তানে বৃষ্টি-আকস্মিক তুষারপাত, নিহত অন্তত ৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩১ পিএম, ৫ মার্চ,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ১২:২৪ এএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫
পাকিস্তানের উত্তর ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টি ও আকস্মিক তুষারপাতের ফলে কমপক্ষে ৩৫ জন মারা গেছে এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। নিহতদের মধ্যে ২২জনই শিশু বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হতাহতদের মধ্যে বেশিরভাগই ভূমিধসে বাড়িঘরের সাথে চাপা পড়েছিল বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজ্য খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় গেল সপ্তাহের শেষ দিকে এরকম প্রতিকূল আবহাওয়া দেখা যায়। তবে মার্চের শুরুতে তুষারপাত দেখে বিস্মিত হয়েছিলেন বাসিন্দা ও আবহাওয়াবিদরাও। সাধারণত মার্চ মাসে পাকিস্তানে গরম পরতে থাকে।
খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে ভারী বৃষ্টিপাতে অন্তত ১৫০টি বাড়ি সম্পূর্ণরুপে ধ্বংস হয়েছে এবং ৫০০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বেশ কয়েক দিন ধরে কয়েকটি জেলায় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।
খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সরবরাহ করেছে এবং আহতদের ও নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছে।
দেশটির আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক মোশতাক আলী শাহ জলবায়ু পরিবর্তনের জন্য এই অস্বাভাবিক পরিস্থিতিকে দায়ী করেছেন। তিনি আরও বলেন যে, এই সময়ে হালকা শিলাবৃষ্টি কিছুক্ষণের জন্য স্থায়ী হলে তা স্বাভাবিক, তবে এটি ৩০ মিনিটেরও বেশি সময় ধরে চলতে থাকা অস্বাভাবিক।‘
পাকিস্তানের আবহাওয়া বিভাগ সাপ্তাহিক পূর্বাভাসে জানিয়েছে যে, চলতি সপ্তাহে প্রদেশটির বেশিরভাগ অংশে ঠান্ডা এবং শুষ্ক আবহাওয়া থাকতে পারে। তবে বেলুচিস্তান এবং কাশ্মীরের কিছু অংশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।