প্রথমবার বিমান থেকে গাজায় ত্রাণ ফেলল যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৩ পিএম, ৩ মার্চ,রবিবার,২০২৪ | আপডেট: ০৮:৪৮ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য বিমান থেকে খাবার ও ত্রাণ সামগ্রী ফেলেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘের প্রস্তাবে ভেটো দেওয়া একমাত্র দেশ ছিল যুক্তরাষ্ট্র। তাদের আপত্তিতেই অবরুদ্ধ উপত্যকাটিতে এখনো যুদ্ধবিরতি কার্যকর হয়নি। এবার সেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই প্রথম সহায়তা দেওয়া হল।
যুক্তরাষ্ট্র ও জর্ডানের বিমানবাহিনী একযোগে এ উদ্যোগ নিয়েছে বলে রোববার এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, গাজায় মানবিক সহায়তার প্রথম ধাপে ৩৮ হাজার প্যাকেট খাবার ফেলেছে যুক্তরাষ্ট্র। তিনটি সামরিক প্লেন থেকে প্যারাসুটের সাহায্যে এসব ত্রাণ গাজার মাটিতে পৌঁছানো হয়েছে।
কয়েকদিন আগেই ত্রাণ ও খাবারের আশায় ট্রাকের কাছে ছুটে যাওয়া ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সে সময় ইসরায়েলের গুলিতে শতাধিক মানুষ মারা যায়। এর পরই ত্রাণ সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স, মিশর, জর্ডানসহ অন্যান্য দেশ গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলেছিল। তবে যুক্তরাষ্ট্রের এবারই প্রথম এভাবে ত্রাণ দিলো।
তবে ত্রাণ সংস্থাগুলো বলছে, গাজায় মানবেতর পরিস্থিতিতে থাকা লাখ লাখ মানুষের জন্য এই ত্রাণ সহায়তা একেবারেই অপর্যাপ্ত।
এদিকে শুক্রবার প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন যে, ‘যুক্তরাষ্ট্র চেষ্টা করবে ইসরায়েল যেন প্রবেশপথ উন্মুক্ত করে আরও বেশি ট্রাক প্রবেশে সহায়তা করে এবং বেশি সংখ্যক মানুষ ত্রাণের আওতায় আসে।