কানাডায় সড়ক দুর্ঘটনায় কুমার বিশ্বজিতের ছেলেসহ ৪ বাংলাদেশি ছাত্র নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:২১ এএম, ১৫ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০৪:১৮ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমারসহ চার বাংলাদেশি ছাত্র মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
গত সোমবার টরেন্টোর স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশি ছাত্রদের মৃত্যুর ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
টরেন্টো পুলিশ সূত্রে জানা যায়, টরেন্টো নগরীর অদূরে মিসিসাগা এলাকায় ৪২৭ হাইওয়ে ও ডানডাস ইন্টারসেকশনের সন্নিকটে সোমবার রাতে এ ভয়াবহ দুর্ঘটনায় কুমার বিশ্বজিৎ পুত্র ছাড়াও আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারৈ নামের ৩ বাংলাদেশি ছাত্র নিহত হন। তবে ২৪ ঘণ্টা হাসপাতালে রাখার পর নিবিড় কুমার মারা যান।
পুলিশ সূত্রে জানা যায়, সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড় গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি খুব দ্রুতগতিতে চলছিল। গাড়ির চালক এক হাইওয়ে থেকে আরেক হাইওয়েতে উঠার সময় টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেখানে একটু কার্ভ ছিল। হাইওয়ের রেলিংয়ে গিয়ে ধাক্কা খেয়ে গাড়িটি ৩ বার উল্টে যায়। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গাড়ির আরোহী দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং তৃতীয় জন হাসপাতালে নেয়ার পর আজ সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তারা ৪ জনই আন্তর্জাতিক স্টুডেন্ট হিসেবে টরেন্টোতে বসবাস করতেন।
কয়েক মাস আগে কুমার বিশ্বজিৎ তার ছেলেকে টরেন্টোতে দিয়ে যান। এদিকে ছেলের মৃত্যুর খবর পেয়ে কুমার বিশ্বজিৎ কানাডা যাচ্ছেন বলে জানা গেছে।