আইএমএফের শর্ত মানতে গিয়ে পাকিস্তানি রুপির রেকর্ড পতন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:৪৪ পিএম, ২৬ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৭:১১ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। তাই শর্ত মেনে বিনিময় হারের মূল্যসীমা তুলে দিয়েছে দেশটি। এমন পরিস্থিতিতে পকিস্তানি রুপির মান রেকর্ড পরিমাণ কমেছে।
আজ বৃহস্পতিবার ডলারের বিপরীতে আন্তঃব্যাংক বাজারে রুপির দর দাঁড়ায় ২৫৫ দশমিক ৪৩ রুপিতে। অর্থাৎ এক ডলার সমান ২৫৫ দশমিক ৪৩ পাকিস্তানি রুপি। খবর ডনের। পাকিস্তানের ইসমাইল ইকবাল সিকিউরিটিজের রিসার্চের প্রধান ফাহাদ রউফ বলেন, ১৯৯৯ সালে নতুন বিনিময় হার ব্যবস্থা চালু হওয়ার পর অ্যাবসোলিউট ও শতাংশ উভয় ক্ষেত্রেই এটি সবচেয়ে বড় এক দিনের পতন। অন্যদিকে খোলা বাজারে ডলার প্রতি মান দাঁড়িয়েছে ২৫৫ রুপিতে। এদিন রুপির মান কমে ৯ দশমিক ৬১ শতাংশ। এর আগে ১৯৯৯ সালের ৩০ অক্টোবর রুপির মান কমেছিল নয় দশমিক চার শতাংশ, যা ছিল দেশটির ইতিহাসে একদিনের সর্বোচ্চ পতন। পাকিস্তান সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে ডলারের বিপরীতে রুপির মান নির্ধারণ করে ২২৭ থেকে ২৩০ এর মধ্যে। কিন্তু ঋণ পাওয়ার জন্য আইএমএফের চারটি মূল শর্তের মধ্যে একটি হলো মুদ্রার মূল্যসীমা তুলে দেওয়া। এদিকে অর্থনৈতিক সংকট শুরু হওয়ার পর থেকেই পাকিস্তান প্রায়ই বিদ্যুৎবিভ্রাটের শিকার হয়ে আসছে, যার জন্য অব্যবস্থাপনা ও অবকাঠামোতে বিনিয়োগের অভাবকে দায়ী করা হয়।