আর্মেনিয়ার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড, ১৫ সেনা নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০৭ পিএম, ১৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০২:১১ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আর্মেনিয়ার একটি সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোরে দেশটির গেঘারকুনিক প্রদেশের আজাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খবর এপির।
আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সুরেন পাপিকিয়ান মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, গেঘারকুনিক প্রদেশের আজাত গ্রামের সামরিক ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটেছে। সেনারা চুলার জ্বালানিতে পেট্রল ব্যবহার করার কারণে আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় ১৫ সেনা নিহতের পাশাপাশি অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
অগ্নিকাণ্ডেরে ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার জেরে এরইমধ্যে ওই অঞ্চলের বেশ কয়েকটি সেনাদলের দায়িত্বে থাকা জেনারেল ভাগ্রাম গ্রিগরিয়ানসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান।
আর্মেনিয়ার গেঘারকুনিক অঞ্চলটির সঙ্গে পার্শ্ববর্তী দেশ আজারবাইজানের সীমান্ত রয়েছে। এ সীমন্তের নাগর্নো-কারাবাখ অঞ্চলটি নিয়ে আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের এক দশক ধরে বিরোধ চলছে। ১৯৮০-এর দশকে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত থাকার সময় নাগর্নো-কারাবাখ নিয়ে প্রথম দেশ দুটির মধ্যে সংঘাতের সূত্রপাত হয়। এরপর কয়েক যুগ ধরে লড়ছে আর্মেনিয়া এবং আজারবাইজান। দীর্ঘ এ সংঘাতে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ।
সবশেষ ২০২০ সালে সামরিক অভিযানের মাধ্যমে বিরোধপূর্ণ নাগর্নো-কারাবাখের নিয়ন্ত্রণ নেয় আজারবাইজান। সে সময় রাশিয়ার মধ্যস্থতায় শেষ হয় ওই যুদ্ধ।