নেপালে ৭২ আরোহীসহ বিমান বিধ্বস্ত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:৫৮ এএম, ১৫ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০২:১৪ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
নেপালের পোখরায় একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাকবলিত প্লেনটিতে ৭২ জন আরোহী ছিলেন। আরোহীদের মধ্যে ৬৮ যাত্রী এবং চারজন ক্রু।
আজ রবিবার (১৫ জানুয়ারি) সকালে কাঠমুন্ডু থেকে কাসকি জেলার পোখরা যাওয়ার পথে ৭২ আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়। কাঠমুন্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইয়েতি ইয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বার্তাউলা কাঠমুন্ডু পোস্টেকে বলেন, ৬৮ জন যাত্রী আর চারজন ক্রু নিয়ে বিমানটি পুরনো এয়ারপোর্ট ও পোখরা আন্তর্জাতিক এয়াপোর্টের মাঝে বিধ্বস্ত হয়। বিমানটি এটিআর-৭২ সিরিজের ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুর্ঘটনাকবলিত জায়ড়া থেকে ধোয়া ও আগুনের শিখা উড়েছে।
জানা গেছে, একটি উদ্ধারকারী দল হেলিকপ্টারযোগে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নিয়েছে।