প্লাস্টিকের `ওয়ান টাইম' চামচ-প্লেট নিষিদ্ধ করছে যুক্তরাজ্য
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৪৫ পিএম, ৯ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৯:৫০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
হোটেল-রেস্তোরাঁয় চা পান কিংবা নুডলস-স্ন্যাকস কিছু খেতে গেলেই মেলে প্লাস্টিকের কাপ, চামচ, প্লেট বা ট্রে। ‘ওয়ান টাইম' বা `সিঙ্গল ইউজ’ হিসেবে ব্যবহৃত প্লাস্টিকের এসব ‘একবার ব্যবহারযোগ্য’ দ্রব্যসামগ্রী আপাতদৃষ্টিতে উপকারী মনে হলেও পরিবেশের জন্য খুবই ক্ষতিকর।
ভবিষ্যত প্রজন্মকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করতে ‘একবার ব্যবহারযোগ্য’ এসব প্লাস্টিক সামগ্রী নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। নিষিদ্ধের দিন-তারিখ এখনো নির্ধারণ না হলেও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদীরা।
জানা গেছে, যুক্তরাজ্যে প্রতিবছর প্লাস্টিকের ১১০ কোটি একবার ব্যবহারযোগ্য প্লেট এবং ৪০০ কোটির বেশি চামচ ব্যবহৃত হয়।
যুক্তরাজ্যের পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক দপ্তর (ডেফরা) জানিয়েছে, যুক্তরাজ্যের একজন ব্যক্তি বছরে গড়ে ১৮টি প্লাস্টিক প্লেট এবং ৩৭টি চামচ ব্যবহার করে।
ডেফরার মতে, এসবের মাত্র ১০ শতাংশ রিসাইকেল হয়, বাকিগুলো আবর্জনা হিসেবে পরিত্যক্ত হয়। প্লাস্টিকের এসব দ্রব্য-সামগ্রী অধিকাংশ ক্ষেত্রেই পচে না এবং মাটির ভেতরে বছরের পর বছর অক্ষত থাকে।
পরিষ্কার-পরিচ্ছন্ন খাবার পরিবেশনের ক্ষেত্রে সুবিধা বয়ে আনলেও এসব দ্রব্য-সামগ্রী ব্যবহারের পরে অধিকাংশ ক্ষেত্রে আবর্জনা হিসেবেই পরিত্যক্ত হয়। সেটি পরবর্তীতে মাটি ও পানির দূষণ ঘটায়, যা মানুষের ভয়ানক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
যুক্তরাজ্য সরকার এ বিষয়টি বিবেচনায় নিয়েই প্লাস্টিকের এসব একবার ব্যবহারযোগ্য সামগ্রী নিষিদ্ধ করতে যাচ্ছে।
যুক্তরাজ্যের পরিবেশ মন্ত্রী থেরেসে কফি বলেন, সরকারের এই সিদ্ধান্ত ভবিষ্যত প্রজন্মকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করবে।
থেরেসে জানান, ইংল্যান্ড কর্তৃপক্ষ খাবার ও পানীয় সংশ্লিষ্ট একবার ব্যবহার্য প্লাস্টিক কাপ-প্লেট নিষিদ্ধ করতে যাচ্ছে। স্কটল্যান্ড ও ওয়েলস কর্তৃপক্ষ আগেই এসব পণ্য নিষিদ্ধ করেছে। সূত্র: বিবিসি।