সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৩৫
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:১৬ এএম, ৫ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৯:৫৪ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সোমালিয়ায় আল শাবাবের হামলায় বুধবার দুটি আত্মঘাতি গাড়ি বোমা হামলায় একই পরিবারের আট সদস্য সহ কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪০ জন।
সিনিয়র পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এই খবর জানিয়েছে।
এতে বলা হয়েছে, এটি মাহাস শহরে আল কায়েদার সহযোগী সংগঠন আল শাবাবের সর্বশেষ হামলার ঘটনা ছিল। সরকারী বাহিনী এবং মিত্র গোষ্ঠী মিলিশিয়ারা গত বছর বিদ্রোহীদের তাদের দীর্ঘদিনের দখলে থাকা অঞ্চল থেকে সরিয়ে দেয়া শুরু করার পর এই হামলা চালানো হয়।
হিরশাবেল রাজ্যের ডেপুটি পুলিশ কমিশনার হাসান-কাফি মোহাম্মদ ইব্রাহিম রয়টার্সকে বলেন, ‘নিহতদের বেশিরভাগেই বেসামরিক নাগরিক। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।’
তিনি আরো বলেন, ‘একই পরিবারের আটজন মারা গেছে। বেঁচে আছে পরিবারটির মাত্র একজন শিশু। অন্য পরিবারগুলোও তাদের অর্ধেক সদস্যকে হারিয়েছে। দুটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অনেক বাড়িঘর পুড়িয়ে ছাই হয়ে গেছে।’
আল শাবাবের মিডিয়া অফিস একটি বিবৃতিতে হামলার দায় স্বীকার করে বলেছে, এটি ‘ধর্মত্যাগী মিলিশিয়া এবং সৈন্যদের’ লক্ষ্য করে এই হামলা চালিয়ে। এবং নিহতের সংখ্যা ৮৭ বলে জানিয়েছে।