২০ বছরে বিশ্বব্যাপী ১৭০০ সাংবাদিক নিহত : আরএসএফ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:১৭ পিএম, ৩০ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১২:৪৫ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
গত ২০ বছরে বিশ্বব্যাপী প্রায় ১ হাজার ৭০০ সাংবাদিক নিহত হয়েছে। এছাড়াও প্রতি বছর গড়ে ৮০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)-এর প্রকাশিত একটি বিশ্লেষণে উঠে এসেছে এই তথ্য।
প্যারিস-ভিত্তিক মিডিয়া অধিকার প্রচারকারীরা বলেছেন, ২০০৩ থেকে ২০২২, এই দশক দুইটি ‘বিশেষত যারা তথ্যের অধিকারের পরিষেবায় নিয়োজিত তাদের জন্য মারাত্মক দশক ছিল।’ আরএসএফের মহাসচিব ক্রিস্টোফ ডেলোয়ার বলেছেন, ‘পরিসংখ্যানগুলির পিছনে তাদের মুখ, ব্যক্তিত্ব, প্রতিভা এবং প্রতিশ্রুতি রয়েছে যারা তথ্য সংগ্রহ, সত্যের সন্ধান এবং সাংবাদিকতার প্রতি আবেগের জন্য তাদের জীবন দিয়েছেন।’
বিশ্লেষণে বলা হয়েছে, সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ইরাক ও সিরিয়া। দেশদুইটিতে গত ২০ বছরে মোট ৫৭৮ জন সাংবাদিক নিহত হয়েছে যা বিশ্বব্যাপী মোটের এক তৃতীয়াংশেরও বেশি। এরপর রয়েছে মেক্সিকো (১২৫ নিহত), ফিলিপাইন (১০৭), পাকিস্তান (৯৩), আফগানিস্তান (৮১) এবং সোমালিয়া (৭৮)। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ৮০ শতাংশ গণমাধ্যম কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে ১৫টি দেশে। সিরিয়া যুদ্ধের কারণে সাংবাদিকতার জন্য সবচেয়ে কালো অধ্যায় ছিল ২০১২ এবং ২০১৩ সাল। কেননা ২০১২ সালে ১৪৪টি এবং তার পরের বছর ১৪২টি হত্যাকাণ্ড ঘটেছে।
অপরদিকে ইউক্রেনের যুদ্ধের কারণে ২০২২ সালে মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। এই বছর এখন পর্যন্ত, ৫৮ জন সাংবাদিককে তাদের কাজ করতে প্রাণ দিতে হয়েছে। ২০২১ সালে এই সংখ্যা ছিল ৫১ জন। ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়া দেশটিতে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে ইউক্রেনে আট সাংবাদিক নিহত হয়েছে। রাশিয়ার পরে বর্তমানে মিডিয়ার জন্য ইউরোপের সবচেয়ে বিপজ্জনক দেশ ইউক্রেন। দেশটিতে গত ২০ বছরে ২৫ সাংবাদিক নিহত হয়েছে। আমেরিকা সাংবাদিকদের জন্য সবচেয়ে মারাত্মক মহাদেশ হিসেবে রয়ে গেছে।
বিশ্বব্যাপী যেসব এলাকায় সশস্ত্র সংঘাত ঘটেছে সেখানে রিপোর্টাররা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। কিন্তু আরএসএফ জোর দিয়ে বলেছে, ‘যেসব দেশে আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধ সংঘটিত হয় না সেগুলি সাংবাদিকদের জন্য অগত্যা নিরাপদ নয় এবং তাদের মধ্যে কয়েকটি যেখানে হত্যাকাণ্ড ঘটেছে তাদের তালিকার শীর্ষে রয়েছে। আসলে বেশিরভাগ ক্ষেত্রেই গত দুই দশকে যুদ্ধের অঞ্চলের তুলনায় শান্তির অঞ্চলে বেশি সাংবাদিক নিহত হয়েছে, কারণ তারা সংগঠিত অপরাধ এবং দুর্নীতির তদন্ত করতো।’ এর মধ্যে বেশিরভাগ সাংবাদিক প্রাণ হারিয়েছে আমেরিকায়। মেক্সিকো, ব্রাজিল, কলম্বিয়া এবং হন্ডুরাসেও সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক সাংবাদিকের মৃত্যু ঘটেছে। আরএসএফ বলেছে, ‘আমেরিকা আজকাল স্পষ্টভাবে মিডিয়ার জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মহাদেশ।’