মারা গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:৩২ এএম, ৩০ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:০৫ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
মারা গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা। তার নাম হীরাবেন মোদী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর।
স্বাস্থ্যের অবনতি হওয়ায় বুধবার তাকে ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের একটি হাসপাতালে ভর্তি করা হয়। গুজরাটেই বসবাস করতেন মোদীর মা। ওই হাসপাতালেই বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মা হীরাবেন মোদীর মৃত্যুর খবর পেয়ে পূর্বপরিকল্পিত সব কর্মসূচি স্থগিত করে আহমেদাবাদ চলে যান নরেন্দ্র মোদী। সেখানে পৌঁছেই কাঁপা কাঁপা হাতে মায়ের মরদেহ কাঁধে করে নিয়ে ভাইয়ের বাড়ির বাইরে বের হতে দেখা যায় তাকে। দৃষ্টি নীচের দিকে স্থির। তার পাশে এবং পিছনে পরিবার, আত্মীয়স্বজনদের ঢল। মাকে কাঁধ নিতে দেখা যায় মোদীর ভাইকেও।
হীরাবেনের মরদেহ একটি শববাহী গাড়িতে তোলা হয়। ওই গাড়িতে ওঠেন মোদী নিজেও। এরপর আহমেদাবাদ থেকে গান্ধীনগরে নিয়ে মরদেহের শেষকৃত্য সম্পন্ন করা হয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস, এএনআই, ইন্ডিয়া টুডে