ব্রাজিলে স্কুলে বন্দুকধারীর গুলি, নিহত ৩
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:২০ এএম, ২৬ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১০:৫১ এএম, ৯ ডিসেম্বর,সোমবার,২০২৪
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের দুটি স্কুলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। খবর সিএনএন।
কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় ভোরে দেশটির এস্পিরিটো সান্তো রাজ্যের একটি স্কুলে প্রবেশ করে শিক্ষকদের ওপর অতর্কিত হামলা চালায় বন্দুকধারী। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ছাড়া আহত হন নয়জন।
এদিকে এ হামলার পরপরই আরেকটি স্কুলে প্রবেশ করে গুলি চালায় ওই একই বন্দুকধারী। এতে একজন মারা যান এবং দুজন আহত হন। আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদমাধ্যমের তথ্যমতে, ১৬ বছর বয়সী ওই বন্দুকধারীকে আটক করা হয়েছে। হামলার কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা দা সিলভা।
এ ঘটনায় ওই শহরের গভর্নর রেনাটো কাসাগ্রান্ডে শোক প্রকাশ করে ৩ দিনের সরকারি শোক ঘোষণা করেছেন।
উল্লেখ্য, দেশটিতে ২০১১ সালে সর্বশেষ একটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে ১২ শিশু মারা গিয়েছিল।