পাকিস্তানের নতুন সেনাপ্রধান আসিম মুনীর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:১২ এএম, ২৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:৫৬ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
পাকিস্তানের নতুন সেনাপ্রধান হচ্ছেন আসিম মুনীর।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করা হয়েছে।
দেশটির তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব এক টুইটা বার্তায় এ তথ্য জানান।
বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া চলতি মাসের শেষের দিকে অবসরে যাচ্ছেন।
পাকিস্তান সেনাবাহিনীর নতুন প্রধান হওয়ার দৌড়ে যে ছয়জন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন তাঁদের মধ্যে আসিম মুনির সবচেয়ে জ্যেষ্ঠ। ২০১৮ সালের সেপ্টেম্বরে দুই তারকা জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হলেও দুই মাস পর তিনি দায়িত্ব নেন।