মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:৫২ এএম, ২৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:৩৬ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
অপেক্ষার পালা শেষ, মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ার ইব্রাহিম
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। তিনি হবেন দেশটির ১০তম প্রধানমন্ত্রী। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।
নির্বাচনে সরকার গড়তে ১১২টি সিটে জয়ের প্রয়োজন ছিল। তবে নির্বাচনে কোনো দলই প্রয়োজনীয় সংখ্যক আসন নিশ্চিত করতে পারেনি। আনোয়ার ইব্রাহিমের দল পাকাতান হারাপান পেয়েছিল ৮২টি আসন। পেরিকেতান নাসিওনাল পেয়েছে ৭৩টি আসন। দুই দলই প্রয়োজনীয় সংখ্যক আসন না পাওয়ায় নির্বাচনের পর থেকে দেশটির রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা চলছিল। বিষয়টির সুরাহা হওয়ায় আপাতদৃষ্টিতে তার অবসান হবে বলে ধারণা করা হচ্ছে।
দশকের পর দশক ধরে মালয়েশিয়ার ক্ষমতার শীর্ষে আরোহণের প্রচেষ্টা চালিয়ে আসছিলেন আনোয়ার। কিন্তু তাতে বাঁধ সঙ্গে দুর্নীতি ও সমকামিতার অভিযোগ। এসব অভিযোগে কারাগারেও যেতে হয়েছে তাকে। তবে এসব অভিযোগ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করে আসছিলেন তিনি।